হাটহাজারীতে ছিনতাইকারী চক্রের সদস্য আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেল (২৬) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)।

র‍্যাব বলছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তলুসহ একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি ছিনতাইকারী চক্রের একজন সদস্য।

আটক মো. রাসেল নগরের বায়েজিদ বোস্তামি থানার কুলগাঁও এলাকার শাহ আলমের ছেলে।

র‍্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জিজ্ঞাসাবাদ এবং তল্লাশিকালে রাসেলের প্যান্টের কোমড়ে থেকে প্লাস্টিকের তৈরি কালো রংয়ের খেলনা পিস্তল এবং লোহার তৈরি রামদা, কাঠের বাটযুক্ত ধারালো চাকু, একটি স্টিলের তৈরি বাট এবং লোহার তৈরি ছেনি উদ্ধার করা হয়েছে। তার অন্যান্য সহযোগীরাসহ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় সাধারণ পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল বলে স্বীকার করেছে সে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top