হাটহাজারীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হাটহাজারীতে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় হাটহাজারী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সংগঠক মোহাম্মদ রায়হান উদ্দিনের নেতৃত্বে এই র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি হাটহাজারী সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে হাটহাজারী বাসস্ট্যান্ড গোল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে হাটহাজারী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সংগঠক মো. রায়হান উদ্দীন বলেন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাঁটিহাঁটি পা পা করে গৌরব ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার মধ্যে দিয়ে ৪৬ বছরে পদার্পন করছে। বাংলাদেশের সকল আন্দোলনে ছাত্রদল রক্ত দিয়েছে এবং জীবনও দিয়েছে। তার মধ্যে ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বীর চট্টলার ছাত্রদলের শহীদ ওয়াসিম জীবন দিয়ে তা প্রমাণ করেছে। ছাত্রদল ফ্যাসিস্টের বিরুদ্ধে সবসময় রাজপথে সব বাধা উপেক্ষা করে এগিয়ে গেছে দুর্বার গতিতে।

হাটহাজারী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রহিম বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় দেশবাসী এবং ছাত্রদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামীতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন মো নুরউদ্দীন, আশফাকুল আবেদীন জিসান, সাজ্জাদ হোসেন জনি, জুয়েল দাশ, আশরাফুল আলম জীবন, কাজী পিয়াল, ওমর ফারুক, রহমত উল্লাহ, নুরনবী সাকিব, সাদেক, মাহফুজ, নাজিম, জয়নাল, রাজু, সাকিন, মোরশেদ, মাছুম, মহিম, রিয়াজ, জিতু সহ আরো অনেকে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top