হাটহাজারীতে গাঁজা গাছসহ মাদক কারবারি আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে মার্কেটের ছাদ থেকে গাঁজা গাছসহ মো. সেকান্দর (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টায় উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজার এলাকার একটি মার্কেটে থেকে তাকে আটক করা হয়।

আটক মো. সেকান্দর মেখল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাজির আলী শাহ ফকির বাড়ির মৃত মোহাম্মদ ইলিয়াছের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মার্কেটের ছাদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ছাদে গাঁজা গাছ লাগানো সেকান্দারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় ১ কেজি ১১০ গ্রাম ওজনের দুটি গাঁজা গাছ জব্দ করা হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজা গাছসহ আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top