হাটহাজারীতে খেলতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে রাস্তার পাশে খেলতে গিয়ে অটোরিকশার ধাক্কায় বিবি খাদিজা নামে ৪ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

১৮ মার্চ (মঙ্গলবার) বেলা ১২ টার দিকে হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোলাইমান হাজীর বাড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত বিবি খাদিজা নোয়াখালি জেলার হাতিয়া থানার নিঝুম দ্বীপের আদর্শ গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে। তারা বর্তমানে ঘটনাস্থলের পাশে ভাড়া বাসায় থাকেন।

জানা যায়, বেলা ১২টার দিকে বাসার পাশে রাস্তায় অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলেন বিবি খাদিজা। এমন সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে ফেলে তার মাথার উপর দিয়ে চলে যায়। এই সময় তার রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনায় আহত শিশু বিবি খাদিজাকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাড়ে ১২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন

Scroll to Top