ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের হাটহাজারী উপজেলার মুছাবিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মাওলানা মোহাম্মদ কাঞ্চন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মুছাবিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাওলানা কাঞ্চন ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর হাজীরখিল শাহ আমানত পাড়ার বাসিন্দা মোহাম্মদ আব্দুল জলিলের দ্বিতীয় পুত্র।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেল যোগে মুছাবিয়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎ তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহপাঠী ও পরিচিত মহলে নেমে আসে গভীর শোকের ছায়া। অল্প বয়সেই আলেম হিসেবে এগিয়ে যাওয়া এই তরুণের চলে যাওয়া যেন কেউই সহজভাবে মেনে নিতে পারছেন না। এলাকাবাসীর চোখেও অশ্রু, কান্নায় ভারী হয়ে ওঠে শোকাহত পরিবেশ।
নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন






