হাটহাজারীতে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: হাটহাজারীতে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসার সামনে চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেয়। পরে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, অজ্ঞাতনামা ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। খুব ভোরে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ শাহাবুদ্দিন জানান, এখনো পর্যন্ত উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া যায় নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top