নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে হাজারী লেইনে সৃষ্ট উত্তেজনায় আইনশৃঙ্খলা প্রশাসনের উপর পাথর ও এসিড নিক্ষেপের ঘটনায় সুমন চৌধুরী নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে কোতোয়ালী থানার লাভ লেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন চৌধুরী চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
এই ব্যাপারে চট্টগ্রামে যৌথবাহিনীর টাস্কফোর্স-৪-এর সদস্য মেজর রিজওয়ান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, এসিড নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন পরিকল্পনাকারী হিসেবে সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গত ৪ ও ৫ আগস্ট চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার উদ্দেশে হামলার ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় দায়ের হওয়া এক মামলার আসামি। ওই ঘটনার সাথে জড়িত অন্যান্য আক্রমণকারী ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ নভেম্বর) ইসকন নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যযুক্ত একটি ফটোকার্ড নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন হাজারী গলির মিয়া শপিং সেন্টারের মোল্লা স্টোর নামে দোকান মালিক ওসমান গণি। আর সেই পোস্টে ক্ষুব্ধ হয়ে ঐ দিন বিকেল ৪টার দিকে স্থানীয়দের একাংশ সেই দোকান ভাঙচুর করে এবং ওই ব্যবসায়ীকে অবরুদ্ধ করে রাখে। অবরুদ্ধ করার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
কিন্তু পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হয় বিক্ষুব্ধরা। এরপর তারা পুলিশ ও সেনাসদস্যদের ওপর ‘এসিড’ ও ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা সংঘর্ষে জড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। ওই ঘটনায় গ্রেফতার ৪৯ জনের বিরুদ্ধে পরদিন মামলা দায়ের করে আদালতে সোপর্দ করে পুলিশ।
চাটগাঁ নিউজ/ইউডি