হাছান মাহমুদ-নওফেলসহ ১৫৩ জনের বিরুদ্ধে মামলা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাছান চৌধুরী নওফেলসহ ১৫৩ জনের নামে মামলা দায়ের করেছেন এক অটোরিকশাচালক। মামলায় আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) রাতে আনোয়ার হোসেন নামে এক অটোরিকশাচালক এ মামলা করেন বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী। আওয়ামী সরকার পতনের দিন ওই অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন।

এ মামলায় আসামি করা হয়েছে চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটন ও নাজমুল হক ডিউকসহ ১৫৩ জনকে। অজ্ঞাত আসামি রাখা হয়েছে আরো ২০০-৩০০ জনকে।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ অগাস্ট বিকালে ডবলমুরিং থানাধীন মনছুরাবাদ এলাকার পুলিশ লাইন্সের সামনে সরকার পতনের পর সাধারণ জনতার আনন্দ মিছিলে যোগ দেন আনোয়ার হোসেন। মিছিলটি দেওয়ানহাটের দিকে গেলে আসামিদের নির্দেশে অবৈধ অস্ত্র দিয়ে গুলি করা হয়। ওই সময় আনোয়ারের ডান হাতে গুলি লাগে। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top