হাছান মাহমুদের ভাইয়ের দখলে থাকা ১০ একর জমি উদ্ধার

কাপ্তাই পাল্পউড বাগান

চাটগাঁ নিউজ ডেস্ক: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহামুদের ছোট ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা রাঙামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের প্রায় ১০ একর জায়গা উদ্ধার করেছে বনবিভাগ। এ সময় সেখানে থাকা বেশকিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের কর্মকর্তারা গিয়ে জমিগুলো উদ্ধার করেছে।

বনবিভাগ সূত্রে জানা গেছে, দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘ  ১২ বছর আগে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজভিলা রেঞ্জের বনজ সম্পত্তির ১০ একর জায়গা জবর দখলে নেয় হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহামুদ। এসব জায়গায় বন বিভাগের গর্জন, আকাশ মনি, গামার, সুরুজ, বয়রা, মালাকানা (বিলুপ্ত প্রজাতি), হরোতকি, কদম, চাপালিশসহ প্রায় ২২ প্রজাতির গাছ রয়েছে। এরশাদ মাহামুদ সেখানে জবর দখল করে বসতি স্থাপন করে রাখে।

এ বিষয়ে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা এসব জমি ও বনজ সম্পদ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। যা বর্তমানে বনবিভাগের হেফাজতে রয়েছে।

উচ্ছেদ অভিযানে বাঘমারা রেঞ্জ অফিসার মো.ফিরোজ আলম, রাইখালী সদর রেঞ্জ অফিসার মো.জাহিদুল ইসলাম, রাজস্থলী রেঞ্জ অফিসার তুহিনুল হকসহ বন বিভাগের অস্থায়ী ক্যাম্পের সকল কর্মচারী উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top