চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীন আকাশ হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) বিচারপতি আনোয়ারুল ইসলাম ও রাজিক আল জলিলের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।
আদালত একই সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন, ফলে নেজাম উদ্দীনের প্রার্থিতা নিশ্চিত হলো।
গত ১ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের ই-ট্রেড লাইসেন্স নবায়ন ফি বিল খেলাপি থাকায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। পরবর্তীতে নির্বাচন কমিশনেও আপিলের ফলে প্রার্থীতা বাতিল থাকলেও হাইকোর্টের রায়ে তা পুনর্বহাল হলো।
নেজাম উদ্দীন আকাশ বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু হাইকোর্টের সিদ্ধান্তের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছি। আমি আশাবাদী, চট্টগ্রাম-১১-এর মানুষ গণঅধিকার পরিষদকেই বেছে নেবে।
গত ২৭ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গণঅধিকার পরিষদ চূড়ান্তভাবে নেজাম উদ্দীনের মনোনয়ন ঘোষণা করে। এরপর ২৯ ডিসেম্বর তিনি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






