ফটিকছড়ি প্রতিনিধি: উপমহাদেশের আধ্যাত্মিক সাধনার অন্যতম প্রাণকেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফে লাখো ভক্ত-আশেকান ও মুরিদানের ঢল নেমেছে ইমামে আহলে সুন্নাত, শাইখুল ইসলাম হযরতুল আল্লামা শাহসুফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (ক.)-এর ১৪তম ওরশ মোবারকে।
মঙ্গলবার (১৯ আগস্ট) পবিত্র ওরশের তৃতীয় দিনে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া আয়োজিত মাহফিলে অংশ নেন দেশ-বিদেশ থেকে আগত হাজারো ভক্ত।
মাহফিলে সভাপতিত্ব করেন দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহ সুফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, হুজুর কেবলা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী (ক.) ছিলেন শান্তির ইসলামের উজ্জ্বল আলোকবর্তিকা। তিনি শুধু সুফীবাদ প্রচারেই সীমাবদ্ধ ছিলেন না; বরং আন্তঃধর্মীয় সম্প্রীতি, মানবসেবা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজনৈতিক অস্থিরতা, আউলিয়ায়ে কেরামের মাজার ও খানকাহে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ সমাজের শান্তি ও সম্প্রীতির জন্য ভয়াবহ হুমকি। আইন-শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক সংকট ও নৈতিক অবক্ষয় দেশের ভবিষ্যৎকে বিপন্ন করছে।
যুবসমাজ সম্পর্কে তিনি বলেন, আজ যুবসমাজ ক্রমেই নৈতিক মূল্যবোধ থেকে বিচ্যুত হচ্ছে। খুন, ধর্ষণ, ছিনতাই, চুরি, ডাকাতি ও মব জাস্টিস মানুষের নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে। এমনকি বিচারালয়ও নিরাপদ নয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো সুফীবাদের আলোকে নৈতিক চরিত্র গঠন।
তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীদের উদ্দেশে বলেন, সব ভেদাভেদ ভুলে আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর প্রেমের পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যই আমাদের শক্তি, বিভক্তি আমাদের দুর্বলতা।
এদিনের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন, সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, আনজুমানের মহাসচিব খলিফা শাহ মো. আলগীর খান মাইজভাণ্ডারী ও ট্রাস্টের মহাসচিব অ্যাড. কাজী মহসীন চৌধুরী।
এছাড়া আলোচনায় অংশ নেন বিএসপির ভাইস চেয়ারম্যান মুফতি খাজা বাকী বিল্লাহ আল আযহারী, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, অধ্যক্ষ গোলাম মোহাম্মদ খান সিরাজীসহ দেশবরেণ্য আলেম-উলামাগণ।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন