হতে চেয়েছেন শিক্ষক, হয়ে গেলেন মাদক সেবনকারী!
চবির নাট্যকলা বিভাগ

চাটগাঁ নিউজ ডেস্ক: তারা হতে চেয়েছিলেন শিক্ষক। সে মতে লিখিত, ভাইবা ও ডেমো ক্লাসের প্রেজেন্টেশন দিয়ে প্রায় চূড়ান্ত হয়েছিল নিয়োগ। কিন্তু ডোপ টেস্টে খেয়ে গেলেন ধরা! অর্থ্যাৎ তাদের শরীরে পাওয়া গেছে মাদকের অস্তিত্ব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগে ঘটেছে এই ঘটনা। নিয়োগ পাওয়ায় পর যোগদানপত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক হওয়ায় ওই দুই হবু শিক্ষক দিয়েছিলেন ডোপ টেস্ট। সেখানে তাদের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি পাওয়া গেছে। ফলে ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় তাদের নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সদ্য নিয়োগ পাওয়া ওই দুই প্রার্থী হলেন— গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদ। সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ডোপ টেস্ট করালে তাদের এ ফলাফল আসে।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব। তিনি বলেন, গত ৪ আগস্ট গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদের ডোপ টেস্ট করা হয়। এতে তাদের ফলাফল পজিটিভ আসে। আমরা তাদের শরীরে গাঁজা জাতীয় মাদক পেয়েছি।

জানতে চাইলে চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার বলেন— আমরা এবার থেকে বিশ্ববিদ্যালয়ে সবরকম নিয়োগের ক্ষেত্রে (শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী) ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছি। যাদের ডোপ টেস্ট পজিটিভ আসবে, আমরা তাদেরকে কোনভাবেই নিব না। চবি প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলেও তিনি জানান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top