চাটগাঁ নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না সিনেমার বরেণ্য অভিনেতা আলমগীর। তবে তার নামে রয়েছে অসংখ্য অ্যাকাউন্ট ও পেজ। আছে ফ্যান গ্রুপও। যেখানে আলমগীরের নানা ছবি ও নিউজ প্রকাশ হচ্ছে প্রতিনিয়তই। সেসব আইডি ও গ্রুপ যারা চালাচ্ছেন তাদেরকে সতর্ক করলেন নায়কের মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর।
নায়ক আলমগীর ফ্যানস ক্লাব নামের একটি ফেসবুক পেজ (যেখানে প্রায় সাড়ে ছয় লাখ অনুসারী) শেয়ার করে আঁখি ফেসবুকে তিনি লিখেছেন, ‘এসব বন্ধ করেন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না, তবে কার নাম দিয়ে চালাচ্ছেন, তা একটু বুঝে পোস্টগুলো করবেন এরপর থেকে। তার বিশালতা যদি অনুধাবন করতে না পারেন, তবে তার নামে ফ্যান পেজ চালাবেন না দয়া করে।’
বিষয়টি নিয়ে আঁখি আলমগীর জানান, চিত্রনায়ক আলমগীর ফেসবুক ব্যবহার করেন না। এ ধরনের ভুয়া আইডি ও পেজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
আঁখির কথায়, ‘আমার বাবাকে নিয়ে যদি ফ্যান ক্লাবের মতো কিছু বানায়, তাহলে কিন্তু শুধু উনাকে নিয়েই সীমাবদ্ধ থাকা উচিত। এসব পেজে দেখা যায়, তারা সবার ছবি দিচ্ছে, অনেক তথ্য শেয়ার করছে। কিছু ভুল, কিছু সঠিক। এটা আমাদের পরিবারের জন্য ভীষণ আপত্তিকর বিষয়। মেয়ে হিসেবে বিষয়টি পরিষ্কার করা আমার দায়িত্ব। কারণ, উনাদের মাপের মানুষেরা এটা নিয়ে কথা বলবেন না। আমার বাবার ফ্যান পেজে আপত্তিকর কিছু আসবে বা অন্য কেউ আপত্তি জানাবে- এটা তো আমাদের জন্য সম্মানের কিছু না।’
তিনি আরও বলেন, ‘এসব আইডি ও পেজ থেকে অনেক কিছু পোস্ট হয়, মাঝে মাঝে আমাকেও ট্যাগ করা হয়। হয়তো তারা ভাবে, তারা অন্যায় কিছু করছে না, বা ন্যায়-অন্যায় বোধটা তাদের মধ্যে কাজ করছে না। আমার মতে, গুণী শিল্পীদের এসব থেকে মুক্ত রাখা উচিত। আমার বাবা, শাবানা আন্টি, ববিতা আন্টি অনেক বছর কাজ করেছেন। তাদের আর প্রচার-প্রসারের প্রয়োজন নেই। তারা প্রচারের ঊর্ধ্বে।’
বিষয়টি নিয়ে সাইবার ক্রাইমে অভিযোগ করার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে আঁখি আলমগীর বলেন, ‘সাইবার ক্রাইমে দৌড়ানোর মতো সময় আমার নেই, আব্বুর তো নেই-ই। এ রকম অনেক পেজ আছে। আমরা কয়টা পেজের বিরুদ্ধে অভিযোগ করব! ধরেন, ১০টি পেজের বিরুদ্ধে অভিযোগ করলাম। পরে দেখা যাবে, আরও ১০টি পেজ খোলা হয়েছে। তাই সবাইকে সতর্ক করে দিলাম।’
চাটগাঁ নিউজ/জেএইচ