হঠাৎ অসুস্থ হয়ে আইসিইউতে অভিনেতা মুশফিক

বিনোদন ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানকে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তাকে আদাবর থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেলে হাসপাতালের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার। নাটকের প্রোডাকশন টিম দ্রুত ৫-৬টি কম্বল দিয়ে তার শীত নিবৃত করা যাচ্ছিল না। এরপরই তাকে রাজধানীর আদাবর থানাধীন এলাকার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, আজ এই অভিনেতার একটি নাটকের শুটিং ছিল। সাফা কবিরের সঙ্গে সেই শুটিং বাতিল করা হয়েছে। বর্তমানে জনপ্রিয় এই অভিনেতার শারিরীক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top