হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন সাওলার

সিপ্লাস ডেস্ক: এশিয়ার আর্থিক কেন্দ্র হিসাবে পরিচিত হংকং এবং চীনের জনবহুল প্রদেশ গুয়াংডংয়ের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন সাওলার। গুয়াংডংয়ে শুক্রবার শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া শহরের ব্যবসা, স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

টাইফুন সাওলারের কেন্দ্রে বাতাসের গতিবেগ বর্তমানে ঘণ্টায় ২০০ কিলোমিটার। এটি  শুক্রবার রাতে বা শনিবার ভোরে গুয়াংডংয়ে আছড়ে পড়তে পারে। টাইফুনটি ১৯৪৯ সালের পর থেকে দক্ষিণাঞ্চলীয় প্রদেশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী পাঁচটির মধ্যে একটি হতে পারে বলে চীনা কর্তৃপক্ষ সতর্ক করেছে।

শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত হংকংয়ের সাথে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে হংকংয়ের বিমানবন্দরে চেক ইনের সময় অনেক ফ্লাইট বাতিল করা হয়েছিল তা জানতে পেরে যাত্রীরা হতাশা প্রকাশ করেছেন।

হংকংয়ের আবহাওয়া কর্মকর্তারা বলেছেন, টাইফুনটি স্থলভাগে আছড়ে পড়ার সাথে সাথে আবহাওয়ার দ্রুত অবনতি হবে। এসময় স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় তিন মিটার উঁচু ঢেউ হতে পারে।

Scroll to Top