চাটগাঁ নিউজ ডেস্ক : শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে চাঁদাবাজাদের হামলার সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলপিজি অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) এর প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক।
বুধবার (৭ জানুয়ারি) মহাপুলিশ পরিদর্শক বরাবর পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়।
চিঠিতে লোয়াব প্রেসিডেন্ট বলেন, স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের নগরীর সিরাজউদ্দৌল্লা রোডস্থ বাড়িতে চাঁদাবাজির জন্য একটি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
তিনি বলেন, মোস্তাফিজুর রহমান দেশের একজন শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি দেশের তৈরি পোশাক শিল্প, ওষুধ শিল্প, গ্যাস (এলপিজি), কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং মিডিয়া খাতে উল্লেখযোগ্য ব্যবসা পরিচালনা করে আসছেন। তার এবং তার পরিবারের ওপর এমন ন্যাক্কারজনক হামলা কেবল ব্যক্তিগত ব্যাপারের বিষয় নয় বরং সার্বিকভাবে শিল্প বাণিজ্যের পরিবেশ এবং বিনিয়োগ নিরাপত্তার জন্যও বড় হুমকি। এ ধরণের ঘটনা অব্যাহত থাকলে ব্যবসায়ী সমাজ নিরাপত্তাহীনতায় ভুগবে এবং দেশের বিনিয়োগ, উৎপাদন ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুতর নেতিবাচক প্রভাব পড়বে।
‘লোয়াব’ প্রেসিডেন্ট সংঘটিত ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, শিল্পাঞ্চল, ব্যবসায়িক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং গোয়েন্দা নজরদারির বাড়ানোর প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য আইজিপির প্রতি অনুরোধ জানান।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি রাতে বেশ কিছু সশস্ত্র সন্ত্রাসী স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের গুলিতে বাড়ির জানালার কাঁচ ভেঙ্গে যায়। এ সময় এলাকায় ব্যাপক আতংকের সৃষ্টি হয়। এর আগে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের মোবাইলে ফোন করে বড় অংকের চাঁদা দাবি করে।
চাটগাঁ নিউজ/এসএ







