স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবন থেকে একটি বেসরকারি হাসপাতালের উদ্দেশে রওনা করেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির খান জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশান-২ নাম্বারের ৭৯ নাম্বার রোডের ১ নম্বর বাসভবন ‘ফিরোজা’ থেকে সন্ধ্যা ৭টায় বের হন।

এর আগে গত ২৩ জুলাই দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এভার কেয়ার হাসপাতালে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করান খালেদা জিয়া।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top