ঈদগাঁও প্রতিনিধি: স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের মনোমালিন্যের পর অবশেষে ক্ষোভের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে স্ত্রীর সোনার সংসার। মাথাগুজার ঠাঁই পুড়ে যাওয়ায় নিঃস্ব স্ত্রী এখন তার তিন কন্যা নিয়ে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে।
আজ বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ফুলছড়ি দরগাহ পাড়ায় ঘটে অগ্নিসংযোগের এ ঘটনা। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্ণিত গ্রামের মৃত আবুল ছবির পুত্র ড্রাইভার রমজান আলী ও তার স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন স্বামী রমজান অকথ্য ভাষায় গালিগালাজ করে স্ত্রীকে খোঁজ করে। এসময় তার হাতে ধারালো দা থাকায় ভয়ে স্ত্রী পার্শ্ববর্তী ঘরে লুকিয়ে থাকে। একপর্যায়ে স্বামী রমজান রাগের মাথায় ঘরে আগুন লাগিয়ে দেয়। মূর্হুতেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
বাড়ির মালিক ড্রাইভার রমজান আলীর স্ত্রী জানান, তার স্বামী প্রায় সময় বাড়িতে থাকেন না। তার আরো একটি ভিটেবাড়ি আছে, সেখান থেকে এসে গালিগালাজ শুরু করে। তার হাতে ধারালো দা থাকায় ভয়ে কন্যা সন্তানদের নিয়ে অন্য ঘরে লুকিয়ে ছিলাম। এ সুযোগে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। ঘরে থাকা বিভিন্ন ধরনের আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। বর্তমানে তিন কন্যা নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে।
অন্যদিকে স্বামী রমজান জানায়, অবাধ্য স্ত্রীর কারনে তিনি ঘরে আগুন দিয়ে জালিয়ে দেয়। তার অভিযোগ স্ত্রী তার কথা শুনে না। প্রায় সময় তার বিরুদ্ধে প্রতিবেশীদের কাছে মিথ্যাচার ছড়ায়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আজিম বলেন, আগুন দেয়ার খবর পেয়ে তাৎক্ষনিক ঐ বাড়িতে ছুটে যেই। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও পার্শ্ববর্তী বাড়িঘর রক্ষা করা হলেও ততক্ষণে ঐ বাড়ি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
চকরিয়া ফায়ার সার্ভিসের সহকারি স্টেশন অফিসার আবু জাফর জানান, বিকাল পৌনে ৪ টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ করা হয়। আগুনে ঘরে থাকা বিভিন্ন ধরনের আসবাবপত্র পুড়ে গেছে। তবে, স্বামীর দেয়া আগুনে বসতবাড়ি পুড়ে গেছে বলে প্রাথমিক তদন্তে সাপেক্ষে নিশ্চিত করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ