চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের আঞ্চলিক ভাষা আন্তর্জাতিক করণে অবদানের জন্য মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক পাচ্ছেন সিপ্লাস টিভি’র সম্পাদক আলমগীর অপু। এছাড়া নানা অবদানের জন্য আরও ৯ ব্যক্তিত্ব এই সম্মাননা স্মারকের জন্য নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৩টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলমগীর অপু সহ আরও ৯ জনের কাছে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক হস্তান্তর করবেন।
বিজয়ী বাকি ৯ বিশেষ ব্যক্তি হলেন- মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য শহীদ স্বপন চৌধুরী, স্বাধীনতা আন্দোলনের জন্য জাহানারা আঙ্গুর, সমাজসেবায় সৈয়দ মোরশেদ হোসেন, চিকিৎসা উন্নয়নে ডা. এখলাছ উদ্দিন, শিক্ষায় অধ্যক্ষ ফজলুল হক, ক্রীড়ায় ম্যাকাও (মরণোত্তর), সঙ্গীতে সৈয়দ মহিউদ্দিন, সাংবাদিকতায় ডেইজি মওদুদ ও শিল্প উন্নয়নে এশিয়ান গ্রুপের এম এ সালাম।
চাটগাঁ নিউজ/এসএ