স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার (২৬ মার্চ) পৃথক বার্তায় এ শুভেচ্ছা জানান তারা।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দেওয়া এক বার্তায় বলেন, ‘ভারত সরকার, জনগণ এবং ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক, যা বাণিজ্য, সংযোগ, উন্নয়ন সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় ও জনগণের পারস্পরিক সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। বাংলাদেশ ভারতের প্রতিবেশী প্রথম এবং ‘‘অ্যাক্ট ইস্ট’’ নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। পাশাপাশি, ভারতের সাগরনীতি ও ইন্দো-প্যাসিফিক ভিশনেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার। ভারত সবসময় গণতান্ত্রিক, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও অগ্রসরমান বাংলাদেশকে সমর্থন জানিয়ে যাবে।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক বার্তায় বলেন, আমি বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

তিনি বলেন, এই দিনটি আমাদের যৌথ ইতিহাস ও আত্মত্যাগের প্রতীক, যা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি গড়ে তুলেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে, যা বহু ক্ষেত্রে প্রসারিত হয়েছে এবং দুই দেশের জনগণের জন্য বাস্তবসম্মত সুফল এনেছে।

নরেন্দ্র মোদি বলেন, আমরা এই অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ, যা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষা দ্বারা চালিত এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে গঠিত।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top