স্বাক্ষর না করলে এনসিপি জাতীয় রাজনীতি থেকে ছিটকে পড়বে– পিনাকী

চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) হঠকারিতা পরিহার করে আদর্শভিত্তিক জোট গড়ার পরামর্শ দিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।

তিনি বলেন, অসমাপ্ত জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক প্রক্রিয়ায় শুরু থেকেই ব্যাপকভাবে অংশ নিয়েছে এনসিপি। এর নেতারা জুলাই সনদ রচনায় অর্থপূর্ণ ভূমিকা রেখেছে। এখন এতে স্বাক্ষর না করলে জাতীয় রাজনীতির রঙ্গমঞ্চ থেকে ছিটকে পড়ার ঝুঁকি তৈরি হবে।

পিনাকী তার এক ফেসবুক পোস্টে এনসিপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

পিনাকী ভট্টাচার্য বলেন, এনসিপি যে তার মূল সমর্থক গোষ্ঠী জেন-জি’র মধ্যে জনপ্রিয়তা হারিয়েছে, তা ইতোমধ্যে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরের পর্বটি শেষে শুরু হবে দ্বিতীয় পর্যায় অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের কাজ। যারা নতুন করে বাংলাদেশের সংবিধান লিখতে চান, তারা এই নির্বাচনকে একটি গণভোটে পরিণত করতে পারেন। আর তা সম্ভব ফেব্রুয়ারির ভোটে অংশগ্রহণের মধ্য দিয়ে। সেখানে নতুন সংবিধান ও ব্যাপক সংস্কারের দাবির পক্ষে জনগণের মতামত যাচাই করা যেতে পারে।

পিনাকী বলেন, ব্যক্তি বা সংকীর্ণ গোত্র-স্বার্থে সিট ভাগাভাগির জোট এড়িয়ে যদি তারা নীতি ও আদর্শের ভিত্তিতে সাহসী পদক্ষেপে সামনে এগুতে সক্ষম হয়, তাহলে এনসিপি আখেরে বিজয়ী হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top