পড়া হয়েছে: 108
চাটগাঁ নিউজ ডেস্ক: সুস্থ ধারার বিনোদন নিয়ে মঞ্চে আসছে বড়ুয়া সীমান্ত’র পরিচালনায় স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক একাডেমীর নতুন নাটক ‘সমর্পণ’।
চট্টগ্রামের একঝাঁক গুণী শিল্পীর অভিনয় নৈপুণ্যে ভরপুর এই সামাজিক নাটকটি আগামী ২৭ জুন (শুক্রবার) নাটকের প্রদর্শনী ও সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক সৃজন সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামের একঝাঁক গুণী অভিনেতা ও কলাকুশলীর অংশগ্রহণে নির্মিত ভিজ্যুয়াল নাটকের চিত্রগ্রহন ও সম্পাদনায় উপস্থিত থাকবেন ফয়েজ আহম্মদ।
জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আর্ট গ্যালারি মিলনায়তনে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সংগীত, নৃত্য, কবিতা পাঠ এবং অন্যান্য মনোমুগ্ধকর পরিবেশনার পূর্বে স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক একাডেমী’র ২য় প্রযোজনা ‘সমর্পণ’ এর প্রথম প্রদর্শনী সাড়ে পাঁচটায় ও ২য় প্রদর্শনী সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন