চাটগাঁ নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে ফের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এ চিঠি দেয়। এ নোটিশ রুমিন ফারহানার কাছে পৌঁছে দেন সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া।
নোটিশে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্যান্ডেল নির্মাণ করে জনসভা করেন।
সে সময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে রুমিন ফারহানা ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে ‘মব’ সৃষ্টি করে ভয়ভীতি দেখান ও হুমকি দেন। গত রোববার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বে থাকা সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে রুমিন ফারহানার ব্যাপারে ব্যবস্থা নিতে চিঠি দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা প্যান্ডেল নির্মাণ করে জনসভা করার সময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সে সময় রুমিন ফারহানা আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন, যার ফলে উত্তেজনাকর পরিস্থিতি ও মব সৃষ্টি হয় এবং বিচারিক কার্যক্রমে বিঘ্ন ঘটে।
অভিযোগকারী প্রকাশিত নিউজের লিংকের ভিডিও সংযুক্ত করেন। অভিযোগটি সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ দ্বারা সমর্থিত হয়। রুমিন ফারহানার এমন বক্তব্য ও আচরণ একজন প্রার্থীর জন্য সম্পর্ণরূপে অনভিপ্রেত। রুমিন ফারহানা জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন বলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে প্রতীয়মান হয়।
ফলে কেন তার বিরুদ্ধে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুমিন ফারহানাকে ২২ জানুয়ারি দুপুর ২টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে (ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদালতের সিভিল) লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যর্থতায় তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারণ দর্শানোর নোটিশ প্রার্থীর কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, কারণ দর্শানোর নোটিশটি সোমবার রাতেই স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কাছে পৌঁছানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






