আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত অবস্থায় ৭৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সিনহুয়া, বিবিসি, রয়টার্স, দ্য জাপান টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গতকাল রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) কর্দোবার কাছে মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেনের পেছনের অংশ লাইনচ্যুত হয়ে পাশের লাইনে আছড়ে পড়ে। লাইনচ্যুত হওয়ার পর সেটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় দুই ট্রেনের অন্তত ২১ যাত্রী নিহত হয়।
বেসরকারি রেল কোম্পানি ইরিও জানিয়েছে, মালাগা থেকে যাত্রা করা যে ট্রেনটি প্রথমে লাইনচ্যুত হয়, তাতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। অন্যদিকে রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফে পরিচালিত অন্য ট্রেনটিতে প্রায় ১০০ যাত্রী ছিলেন।
সরকারি টেলিভিশন এস্পানিওলার খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী ট্রেনটির চালকও আছেন। আহতদের মধ্যে ৩০ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে।
মাদ্রিদের আতোচা স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। অস্কার পুয়েন্তে বলেন, সোজা রেলপথে এমন দুর্ঘটনা ‘অত্যন্ত অস্বাভাবিক।’ ওই রেলপথটি গত মে মাসে সংস্কার করা হয়েছিল বলেও জানান তিনি।
আন্দালুসিয়া অঞ্চলের জরুরি সেবা বিভাগ জানায়, দুর্ঘটনাস্থলে পাঁচটি আইসিইউ, চারটি জরুরি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং বহু অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়।
আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো সামাজিক মাধ্যমে জানান, ‘হতাহত সবার প্রতি আমাদের সংহতি রয়েছে।’ এডিআইএফের কর্মীরাও উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
দুর্ঘটনার পর আন্দালুসিয়া অঞ্চল থেকে মাদ্রিদগামী ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। কর্দোবা, সেভিয়া, মালাগা ও হুয়েলভা থেকে ট্রেন চলাচল অন্তত সোমবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ একে দেশের জন্য ‘গভীর বেদনার রাত’ বলে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যম এক্সে তিনি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ২০১৩ সালে উত্তর-পশ্চিম স্পেনের গ্যালিসিয়ায় হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে দেশটির সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় ৮০ জন নিহত ও ১৪০ জন আহত হয়েছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






