স্ত্রীকে শ্বাসরোধে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলায় যৌতুকের জন্য নির্যাতন করে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অপরাধে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিত মোহাম্মদ এসকান্দর চট্টগ্রামের রাউজান পৌরসভার শাহনগর গ্রামের বাসিন্দা।

মামলার নথির তথ্যানুযায়ী, এসকান্দর দুবাই প্রবাসী ছিলেন। ২০১৩ সালে তার সঙ্গে হাটহাজারী উপজেলার ছিপাতলীর মিনু আক্তারের বিয়ে হয়। চার বছর পর প্রবাস থেকে ফিরে আসেন এসকান্দর। এর পর থেকে তাদের সংসারে অশান্তি শুরু হয়। এসকান্দর বারবার যৌতুকের টাকার জন্য মিনুকে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে মিনুকে শারীরিক নির্যাতনও শুরু করেন।

২০১৭ সালের ১ জানুয়ারি যৌতুকের জন্য স্ত্রী মিনু আক্তারের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে খুন করেন এসকান্দর। এ ঘটনায় মিনুর ভাই নাঈম উদ্দিন বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক দোলন বিশ্বাস ২০১৯ সালের ২১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন।

২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আসামি এসকান্দরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন।

ঘটনার পর এসকান্দর পালিয়ে বিদেশে চলে যান। এ জন্য পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি বলে আদালতকে অবহিত করেন তদন্ত কর্মকর্তা। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top