স্ত্রীকে ধর্ষণের পর তার সামনেই স্বামীকে হত্যা, ঘাতক আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার শহরের কলাতলী উত্তরণ আবাসিক এলাকায় স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় বিরেল চাকমা (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।

নিহত রঞ্জন চাকমা (৫৫) ও আটক বিরেল চাকমা (৪০) দুজনেই রাঙ্গামাটির বাসিন্দা এবং পূর্ব পরিচিত।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝিলংজার উত্তরণ এলাকার একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রঞ্জন চাকমা ও তার স্ত্রী আনারস বিক্রির উদ্দেশ্যে রাঙ্গামাটি থেকে কক্সবাজার আসেন। পরে তারা অভিযুক্ত বিরেল চাকমার বাসায় আশ্রয় নেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে তারা সবাই একসাথে মদ্যপান করছিলেন। এর ফাঁকে বিরেল চাকমা পাশের একটি কক্ষে রঞ্জনের স্ত্রীকে ধর্ষণ করেন। কোনোমতে পালিয়ে এসে স্ত্রী তার স্বামীকে জানালে রঞ্জন চাকমা বিরেলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বিরেল চাকমা রঞ্জন চাকমাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন।

হত্যার পর ঘাতক বিরেল একটি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় কয়েকজন তার হাতে রক্তের দাগ দেখতে পান। সন্দেহ হওয়ায় তারা তাকে আটক করেন এবং বাড়িতে গিয়ে রঞ্জনের মরদেহ দেখতে পান। এসময় রঞ্জনের স্ত্রী অর্ধনগ্ন অবস্থায় কান্নাকাটি করছিলেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে বিরেল চাকমা হত্যার কথা স্বীকার করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতককে গ্রেপ্তার করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, প্রাথমিকভাবে জানা গেছে ঘাতক মদ্যপ অবস্থায় ছিল। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ধর্ষণের আলামত পাওয়ায় রঞ্জনের স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top