সৌদি রিয়াল দেয়ার নামে ৫ লাখ টাকা নিয়ে উধাও, অবশেষে ধরা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় ছদ্মবেশী প্রতারক সিন্ডিকেটের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকার গোলাম আলী পাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— ফরিদপুর জেলাধীন ভাঙ্গা উপজেলার সদরদি এলাকার মো. সরওয়ার (৫৪), সোহেল বেগ (৩০), শওকত খান (৬০) ও কামাল শেখ (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারক মো. সরওয়ার কৌশলে লামা উপজেলার আজিজনগর এলাকার তৌহিদুর রহমানের পরিবারের সঙ্গে আলাপচারিতায় সম্পর্ক গড়ে তুলে। আলাপচারিতায় সরওয়ার জানতে পারেন, তৌহিদের মা-বাবা দু’জনই ওমরা পালন করতে সৌদি আরবে যাবেন। প্রতারক সরওয়ার তার কাছে রিয়াল আছে বলে জানায় তাদের। রিয়াল দেয়ার কথা বলে গত ৩১ ডিসেম্বর বিকেলে তৌহিদুরকে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে আসতে বলেন।

পরে তৌহিদুর টাকা নিয়ে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে আসলে প্রতারক সরওয়ার মা-শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় এনে কৌশলে তার কাছ থেকে ৫ লাখ টাকাভর্তি ব্যাগটি হাতিয়ে নিয়ে চম্পট দেয়। এরপর তৌহিদুর তাকে অনেক খোঁজাখুঁজি করার পর খুঁজে না পেয়ে তিনি বুঝতে পারেন তারা প্রতারক চক্রের শিকার হয়েছেন।

এ ঘটনায় সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সাহায্যে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর ভুক্তভোগী তৌহিদ বাদী হয়ে গ্রেপ্তার ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ৩ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top