রাঙ্গুনিয়া প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) রাতে কাজ থেকে ফেরার পথে সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মো. সাজ্জাদ।
নিহত সাজ্জাদ উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া ৬নং ওয়ার্ডের বুলুর বাপেরটিলা এলাকার বাসিন্দা মুহাম্মদ মফজল আহমদের ছেলে।
স্বজনরা জানান, রাতে কাজ শেষে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন সাজ্জাদ। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চার ভাইয়ের মধ্যে মেজো সন্তান সাজ্জাদ প্রায় দেড় বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান। স্বপ্ন ছিল পরিবারকে সচ্ছল করা ও নিজের ভবিষ্যৎ গড়ার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তার প্রাণ।
তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম। স্বজনরা জানান, সাজ্জাদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন







