সৌদি আরবের সাকাকা শহরে দূতাবাসের কনস্যূলার সেবা প্রদান

সৌদি আরব প্রতিনিধি: এসময় অভিবাসীদের পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়। এছাড়া দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হূরুব প্রাপ্ত, ইকামা বিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয়।

অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা হয় ও প্রবাসী কল্যাণ কার্ড বিতরণ করা হয়। দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে একাউন্ট খোলা, বন্ড করাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।কনস্যূলার সেবা শনিবার বিকাল ৪টা পর্যন্ত প্রদান করা হবে।

উল্লেখ্য, এক্সিট রি-এন্ট্রি ভিসার মেয়াদ উত্তীর্ণ হলে, অর্থাৎ ছুটিতে গিয়ে কেউ ফিরে আসতে না চাইলে বা কোন কারণে ফিরে আসতে না পারলে, পরবর্তীতে সৌদি আরব আসার জন্য ৩ বছর অপেক্ষা করতে হতো। সৌদি জাওজাতের বরাতে সৌদি আরবের একাধিক সংবাদপত্রের খবর মতে সে নিয়ম বর্তমানে আর কার্যকরী থাকবে না। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে পরবর্তীতে যে কোন সময় নতুন ভিসাতে সৌদি আরবে প্রবেশ করতে আর কোন বাঁধা নেই।

জাওজাত সূত্রমতে, ১৬ জানুয়ারি থেকেই এটি কার্যকর হয়েছে। তবে কিছু শর্ত প্রযোজ্য।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top