চাটগাঁ নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির এক কিশোরী।
দুর্ঘটনায় নিহত কিশোরী আমিরাত প্রবাসী মুহাম্মদ আইয়ুবের ১৪ বছর বয়সী ছোট মেয়ে রিপা। এ ঘটনায় তার পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির পৌরসভার ৫ নং ওয়ার্ডে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটলেও বাংলাদেশে এ খবর জানাজানি হয় আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে।
এ ব্যাপারে প্রবাসী মুহাম্মদ আইয়ুবের ভাই মুহাম্মদ আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উনার ভাই স্বপরিবারে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ব্যবসায়িক সূত্রে বসবাস করেন। গত শনিবার মোহাম্মদ আইয়ুব স্বপরিবারে সড়ক পথে ওমরার উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন। যাওয়ার পথে সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনা শিকার হন। এতে ঘটনাস্থলে রিপা নিহত ও পরিবারের অন্য সদস্যরা আহত হয়েছেন।

আমিরাত প্রবাসী মুহাম্মদ আইয়ুবের ছোট ভাই লন্ডনে অবস্থানরত কমিউনিটি নেতা মাসুদুর রহমান বলেন, আমার মেঝ ভাই আবুধাবি থেকে ওমরা হজ্ব করার উদ্দেশ্য সৌদি আরব যাওয়ার পথে রিয়াদে গাড়ি এক্সিডেন্ট করেছে। মেঝ ভাইয়ের চার মেয়ের মধ্যে ছোট মেয়ে দুর্ঘটনায় ঘটনাস্থলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আরও বলেন, আমার মেঝ ভাই সুস্থ আছেন। পরিবারের সবাই রিয়াদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশের কেউ যদি সৌদি আরবের রিয়াদে থাকেন নিচের হোয়াটসঅ্যাপ (+৯৭১৫৬২৪৭৯৮৬৪) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ






