সৌদিতে ৭ বাংলাদেশীসহ ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক : সৌদি আরবে দুই পৃথক অভিযানে ১৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জন বাংলাদেশী রয়েছেন। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়েছে।

রোববার (৮ জুলাই) এই খবর জানিয়েছে গালফ নিউজ।

দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই বাংলাদেশীদের কাছ থেকে ৩.৩ কেজি মেথামফেটামিন, ১২ হাজার ৪৩২টি অ্যামফিটামিন ট্যাবলেট এবং বিপুল পরিমান হাশিশ পাওয়া গেছে। এছাড়া জেদ্দায় ২১ হাজার অ্যামফিটামিনের ট্যাবলেটসহ দুই সিরিয়ান নাগরিক এবং একজন সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপর এক অভিযানে পবিত্র শহর মদিনায় ৭৫ হাজার ৬০০ এমফিটামিনের ট্যাবলেটসহ এক বিদেশি নাগরিক ও এক সৌদি নাগরিককে আটক করা হয়েছে। সম্প্রতি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সৌদি প্রশাসন। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হচ্ছে। দেশটির প্রচলিত আইন অনুযায়ী এই অপরাধে মৃত্যুদন্ড পর্যন্ত শাস্তি দেওয়া হতে পারে।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top