সৌদিতে হৃদরোগে আক্রান্ত হয়ে ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: সৌদি আরবের আবহা প্রদেশের কামিস মোসায়েত এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ছবুর খান (৫৮) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

ছবুর খান চট্টগ্রাম ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের মুল্লুক শাহ্ চৌধুরী বাড়ীর মরহুম খায়রুজ্জামানের ছেলে। তিনি সৌদি আরবে ২২ বছর ধরে বসবাস করে আসছিলেন।

শনিবার (১৯ এপ্রিল) সকালে সৌদি আরব ফটিকছড়ি প্রবাসী সমিতির উপদেষ্টা এম সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাৎক্ষণিক আবহার সৌদি জার্মান হাসাপতালে ভর্তি করানো হয়। স্থানীয় সময় রাত ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় হাসাপাতালে তার মৃত্যু হয়। দেশে তার স্ত্রী ও ৫ কন্যা সন্তান রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top