পড়া হয়েছে: ২৯
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) অনুমোদিত বাজারের বাইরে নগরের কাজীর দেউড়ির পুকুর পাড়ে পশুর হাট বসানোর দায়ে শেঠ এগ্রোকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ জুন) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
অভিযানকালে কাজীর দেউড়ি থেকে বিক্রির জন্য আনা পশুগুলো বাজারে নেওয়ার নির্দেশনা দেন তিনি।
অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
চাটগাঁ নিউজ/এসএ