সোমবার সীতাকুণ্ডে পীর বার আউলিয়া (রঃ) এর বার্ষিক ওরশ শরীফ

শেয়ার করুন

সীতাকুণ্ড প্রতিনিধি : আগামী ২৯ জুলাই সোমবার ২২ মহররম সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ী ইউনিয়নের হযরত পীর বার আউলিয়া (রহঃ) ও আল্লামা হযরত আব্দুর রশীদ আল-মাদানী (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে।

ওরশ উপলক্ষে দরগাহ শরীফ ও ওরশ শরীফ পরিচালনা কমিটি দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর -গরু,মহিষ, ছাগল ইত্যাদি জবেহ, বাদে জোহর -খতমে কোরআন, খতমে তাহলিল, জিকির-আজকার,হযরত পীর বার আউলিয়া (রহঃ) এর জীবনী আলোচনা, বাদে মাগরিব – মিলাদ মাহফিল হবে।

এতে দেশ বরেন্য ওলামায়ে কেরাম ও বুজুর্গানেদ্বীন তশরীফ আনিবেন। ওরম শরীফে সকল ধর্মপ্রান আশেকান ও ভক্তদের শরীক হয়ে বার আউলিয়া (রহঃ) এর ফয়েজ ও দো-জাহানের অশেষ সওয়াব হাসিল করার জন্য জাতি -ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন হযরত পীর বার আউলিয়া (রঃ) দরগাহ ওয়াক্ফ এষ্ট্রেটের আম-মোক্তার মোতোওয়াল্লী আলহাজ্ব সৈয়দ মোঃ মাকছুদুল আলম ও প্রধান খাদেম আলহাজ মাওলানা সৈয়দ মোঃ আকবর।

চাটগাঁ নিউজ/দুলু/এসআইএস

Scroll to Top