সোমবার সারাদেশে জনসমাবেশ বিএনপির

সিপ্লাস ডেস্ক: আগামী ৩১ জুলাই সারাদেশের সকল জেলা শহরে জনসমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ জুলাই) বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচির ঘোষণা দেন।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘বিনা উসকানিতে বিএনপি নেতাকমীদের ওপর নির্বিচানে গুলি চালানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমানসহ বহু নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করা হচ্ছে। কিন্তু কারা এ কাজ করছে তা সবাই জানে। সংবাদ মাধ্যমের কল্যাণে জানতে পেরেছি, তিন যুবক মোটসাইকেলে এসে বাসে আগুন দিয়ে চলে যান। পুলিশও আশপাশে ছিল।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, মার্কিন ভিসা নীতে থেকে রক্ষা পেতে এখন আমাদের নেতাদের নিয়ে খাওয়াচ্ছে।

আজকের অবস্থান কর্মসূচিতে সংঘর্ষের প্রসঙ্গ টেনে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমাদের আন্দোলন অহিংস ছিলো আগামীতেও অহিংস আন্দোলন থাকবে।

Scroll to Top