নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের মেয়র হিসেবে দায়িত্ব পালনের ৩ মাস পর জনতার আদালতে উপস্থিত হচ্ছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। কি পেলেন, কি চান? সরাসরি জানাতে পারেন মেয়রের কাছে। বলতে পারেন এই ৩ মাসে কী কী ভুল ছিল, কি করলে আরও উন্নত হতো চট্টগ্রাম নগরী।
আপনার আইডিয়া শুনতে, প্রশ্নের উত্তর দিতে রাত ৮টায় সিপ্লাসটিভিতে জনতার আদালতে জনতার মুখোমুখি হবেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন। জানতে, শুনতে ও বলতে চোখ রাখুন সিপ্লাসটিভির পর্দায়।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর দেশের ১১টি সিটি করপোরেশন মেয়রবিহীন থাকলেও ব্যতিক্রম ছিল শুধু চট্টগ্রাম। আন্দোলনের পর দেশের একমাত্র মেয়র হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব পান বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। ইতোমধ্যেই এই দায়িত্বের ৩ মাস পূর্ণ হয়েছে। ২০২৪ সালের ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
চাটগাঁ নিউজ/এইচএস/এসএ