বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকের শাখা থেকে কোনো টাকা লুট হয়নি বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (৩ মার্চ) দুপুরে কক্সবাজার থেকে তদন্তে আসা সিআইডির এক কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সিআইডির চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ নেওয়াজ খালেদ জানান, কক্সবাজার থেকে দুটি তদন্ত দল রুমায় এসে ব্যাংকের সব আলামত সংগ্রহ করেছে এবং ভল্টের সব টাকা পরীক্ষা-নিরীক্ষা করেছে। তিনি নিশ্চিত করেছেন যে ভল্টে রাখা কোনো টাকা খোয়ায়নি।
তিনি বলেন, এখানে ভল্টে যে টাকা রাখা হয়েছে- মোট ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকা। ভল্টে সব টাকাই আছে। ভল্ট ভাঙ্গতে পারেনি। অক্ষতই আছে। একটা ভল্টে দুটো চাবি ছিল। মঙ্গলবার রাত ৮টার দিকে রুমা শাখার সোনালী ব্যাংকে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায় এবং লুট করে। তারা কর্মচারী-কর্মকর্তাদের পকেট ও ড্রয়ারে থাকা টাকা নিয়ে যায়। এ সময় শাখার ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। বুধবার পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
রুমার ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার দুপুরে বান্দরবানের থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকের স্থানীয় শাখায় সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে।
থানচি শাখার কৃষি ব্যাংকের ম্যানেজার হ্লাসুইথোয়াই মারমা জানান, তার শাখা ব্যাংক থেকে মোট আড়াই লাখ টাকা খোয়া গেছে। তাছাড়া থানচি বাজারের সোনালী ব্যাংকের শাখা থেকে ১৫ লাখ টাকা খোয়া গেছে বলে জানিয়েছেন থানচি ইউএনও মো. মামুন।
চাটগাঁ নিউজ/এমআর