সোনারগাঁয়ে এসি বিস্ফোরণ,  ২ জনের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেশার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কাচঁপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংক কাচঁপুর উপশাখায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকরা হলেন, চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা রাফি (২৩)। তারা এসআর পাওয়ার টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

কাচঁপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, দুপুরে কাচঁপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেশারে মেরামত কাজ করার সময় বিস্ফোরণে তুহিন নামের একজন টেকনিশিয়ান ও রাফি নামের একজন সহকারী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআর পাওয়ার টেকনোলজির জেনারেল ম্যানেজার শফিউল আলম জানান, ইস্টার্ন ব্যাংক কাচঁপুর উপ-শাখায় এসি মেরামতের জন্য আমরা তুহিন ও রাফি নামের দুজনকে পাঠাই। সেখানে কাজ করতে গিয়ে দগ্ধ হয়ে দুজন মারা যান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top