সেন্টমার্টিন দ্বীপে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার (১৬ ফেব্রুয়ারি) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক কক্সবাজারের টেকনাফ উপজেলাধীন সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান পরিচালনাকালে নীলাচল রিসোর্ট সংলগ্ন সী-বীচ এলাকায় তল্লাশী চালিয়ে জিও ব্যাগের নীচে অভিনব কায়দায় লুকায়িত একটি কালো ব্যাগ হতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত ইয়াবা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সাথে সমন্বয় করতঃ ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top