চাটগাঁ নিউজ ডেস্ক: সেন্টমার্টিন থেকে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ গ্রীন লাইন যান্ত্রিক সমস্যার কারণে সাগরে বিকল হয়ে পড়ার ঘটনা ঘটেছে। পরে যাত্রীসহ কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভিড়তে সক্ষম হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রীন লাইন জাহাজের ম্যানেজার সুলতান আহমদ।
তিনি জানান, বিকেল ৪টার দিকে সেন্টমার্টিন থেকে ৭১ জন পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করে গ্রীন লাইন জাহাজ। প্রায় আড়াই ঘণ্টা জাহাজ চালানোর পরে সাগরের ঢেউয়ের পানি পড়ে জাহাজে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পরে জাহাজটি কক্সবাজার উদ্দেশ্যে রওয়ানা না করে কোনোরকম মেরিন ড্রাইভের বড় ডেইলের সৈকতে ভিড়তে সক্ষম হয়।
খবর পেয়ে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশের টিম ও টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ গ্রীন লাইন জাহাজের কতৃর্পক্ষ ঘটনাস্থলে পৌঁছান। সেখানে যেসব পর্যটক রয়েছেন তাদের নিদিষ্ট গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/জেএইচ