সেন্টমার্টিনে হঠাৎ অভিযান ভ্রাম্যমাণ আদালতের 

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার সেন্টমার্টিনে চারটি আবাসিক হোটেলের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামীর নেতৃত্ব হঠাৎ করে দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ডেইলপাড়ায় নির্মাণাধীন নামবিহীন একটি বহুতল ভবন বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি সিনবাদ, কিংশুক, স্যান্ডি বীচ রিসোর্টের নির্মাণ কাজও বন্ধ করা হয়েছে। নির্মাণাধীন এসব হোটেলের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে সৈকত দখল করে দেওয়া বেশ কয়েকটি ঘেরা উচ্ছেদ করা হয়েছে।

দ্বীপের হোটেল মালিক সমিতি ও পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, সেন্টমার্টিনে বহুতল ও এক তলা মিলিয়ে হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁর সংখ্যা আড়াইশর বেশি। এর মধ্যে গত দুই বছরে তৈরি হয়েছে ১৩০টি। ২৭টি নির্মাণাধীন আছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, দ্বীপের পরিবেশ রক্ষায় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি সবকিছু করবেন।

অভিযান চলাকালে কোস্টগার্ড, পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও বিচকর্মীদের সহযোগিতা করেন।

প্রসঙ্গত, পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণের স্বার্থে সরকার সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিু এ চার মাস সেখানে পর্যটক সীমিত থাকবে। নভেম্বরে পর্যটকরা যেতে পারবেন, কিন্তু রাত যাপন করতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতিদিন দুই হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিন যেতে পারবেন না। ফেব্রুয়ারি মাসে সেন্টমার্টিন পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে পর্যটক যাওয়া বন্ধ রাখা হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top