চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও বড় আকারের একটি পোপা মাছ। ৩২ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছটির দাম হাঁকানো হয়েছে সাড়ে সাত লাখ টাকা।
আজ শনিবার (২২ নভেম্বর) সকালে দ্বীপের পশ্চিমপাড়ার বাসিন্দা আবদুল গণির মালিকানাধীন ট্রলারে ধরা পড়ে বিশালদেহী মাছটি।
ট্রলার মালিক আবদুল গণি জানান, শুক্রবার (২১ নভেম্বর) রাতে তিনি আট মাঝিমাল্লা নিয়ে সাগরে যান।
সেন্ট মার্টিনের পূর্ব পাশে ট্রলার নোঙর করে ‘লাক্ষা জাল’ ফেলেন। ভোরে জাল তুলতেই ধরা পড়ে একটি পোপা মাছ ও মাঝারি আকারের একটি লাল পোয়া। পরে মাছ দুটি নিয়ে সেন্ট মার্টিন জেটির ফিশারিঘাটে আসেন। তিনি বলেন, ‘এখন স্থানীয় এক ব্যবসায়ী সাত লাখ টাকা দিতে চাচ্ছেন।
এর চেয়ে বেশি দাম পেলেই বিক্রি করে দেব। স্থানীয়ভাবে ‘কালা পোপা’ নামে পরিচিত এই মাছের বিশেষ চাহিদা রয়েছে। পোপা মাছের বায়ুথলি থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রপ্তানি হয়। এর বায়ুথলি ব্যবহার করা হয় বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরিতে, যা আন্তর্জাতিক বাজারে দামের দিক থেকে অত্যন্ত মূল্যবান।
টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘পোপা মাছের পেটের ভেতর পদনা বা ফুলা নামে বিশেষ অংশ পাওয়া যায়। এই অংশ শুকিয়ে ওষুধ শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তাই বিশ্ববাজারে এই মাছের চাহিদা এবং দাম দুটিই বেশি।’
আবদুল গণির জালে আগেও একাধিকবার বড় আকারের পোপা মাছ ধরা পড়ে সাড়া ফেলেছে। ২০২২ সালের ৮ নভেম্বর তার জালে ধরা পড়ে ৬০ কেজি ওজনের দুটি পোপা মাছ, যা ৮ লাখ টাকায় বিক্রি হয়।
এর আগে ২০১৮ সালের ১৪ নভেম্বর ধরা পড়ে ৩৪ কেজির একটি পোপা, যা তিনি ১০ লাখ টাকায় বিক্রি করেন। ২০২০ সালের নভেম্বরেও তার জালে ধরা পড়ে কয়েকটি পোপা মাছ—যার দাম পাওয়া যায় ৬ লাখ টাকা।
চাটগাঁ নিউজ/এমকেএন






