ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি থেকে পাচারের সময় কাঠ বোঝাই একটি চান্দের গাড়ি সেনাবাহিনী আটকের পর বনবিভাগকে হস্তান্তর করলে বনবিভাগ ওই কাঠবোঝাই গাড়িটি ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
৩১ ডিসেম্বর দুপুরে উপজেলার সত্তাবন বিটের আওতাধীন বরাইতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, সত্তাবন বিটের সরকারী কাঠ একটি চাঁদের গাড়ি বোঝাই করে পাচার কালে বরইতলী এলাকায় হাতে-নাতে আটক করে সেনাবাহিনী। পরে আটককৃত ওই কাঠ সত্তাবনবিট কর্মকর্তাদের হাতে হস্তান্তর করে সেনাবাহিনী। কিন্তু জব্দকৃত কাঠবোঝাই গাড়ীটি সংশ্লিষ্ট বিট অফিসার ও বনবিভাগের কর্মীরা ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সত্তাবনবিট অফিসার রবিউল ইসলামকে ফোন করা হলে তিনি কাঠ ও গাড়ী আটকের কথা স্বীকার করেন। তবে পরবর্তীতে বিষয়টি তিনি এড়িয়ে যান এবং নিউজ দুইদিন পরে করার জন্য প্রতিবেদককে অনুরোধ করেন।
চাটগাঁ নিউজ/ফরিদ/ইউডি