চাটগাঁ নিউজ ডেস্ক: সাংবাদিক জাওয়াদ নির্ঝর বলেছেন, ‘সেনাবাহিনীর বিরুদ্ধে হুংকার দেওয়া হাসনাত-সারজিসদের আজ নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সাঁজোয়া যানে উঠতে দেখলাম। কী আর কমু!
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও পোস্টে তিনি এ মন্তব্য করেন।
প্রসঙ্গত, সেনাবাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর একটি আর্মার্ড পারসোনাল ক্যারিয়ারে (এপিসি) উঠছেন।
এর আগে সাংবাদিক জাওয়াদ নির্ঝর সেই ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন।
প্রসঙ্গত আজ বুধবার দুপুরে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে পরে রাত ৮টা থেকে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
হামলাকারীরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ