সেতুর টোল আদায়ে ধীরগতি, বিএনপি নেতার হাতে লাঞ্ছিত টোলকর্মী

চাটগাঁ নিউজ ডেস্ক : টোল নিতে দেরি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় কর্মরত এক টোলকর্মীকে (কম্পিউটার অপারেটর) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে।

গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। রোববার রাতে ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়।

লাঞ্ছিত হওয়া ওই কর্মচারীর নাম মোহাম্মদ ইমন (২৮)। সে ঘটনার সময় টোলপ্লাজায় টোল আদায়ে দায়িত্বে ছিলেন।

অভিযুক্ত বিএনপি নেতা হলেন– জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন।

ঘটনাসূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, টোল আদায়ে ধীরগতি হওয়ায় ওই বিএনপি নেতা গাড়ি থেকে নেমে টোল আদায়ের ওই কর্মচারীকে শার্টের কলার ধরে টেনে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ বিএনপির নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে সাতকানিয়া উপজেলায় যাচ্ছিলেন। গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল। টোল নিতে দেরি হওয়ায় নাজমুল মোস্তফা গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন এবং এক টোলকর্মীর ওপর ক্ষুব্ধ হন। ওই সময় ওই টোলকর্মীকে শাসানোর পাশাপাশি তাঁর টি-শার্টের কলার ধরে লাঞ্ছিত করেন নাজমুল মোস্তফা। টোল প্লাজার বুথে থাকা কম্পিউটারের মনিটরে আঘাতও করেন তিনি। ঘটনার আকস্মিকতায় টোল বক্সে কর্তব্যরত অন্যান্য কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন।

জানতে চাইলে শাহ আমানত সেতুর ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, বিষয়টি যেভাবে ছড়িয়ে গেছে আসলে সে রকম সিরিয়াস কিছু হয়নি। তবে শুক্রবারে গাড়ির চাপ বেশি থাকায় তিনি (বিএনপির নেতা) টোলের বুথে প্রবেশ করে টোলকর্মীকে বকাঝকা করেন। ওই সময় আমাদের কর্মী কথা বলেনি। তবে বিষয়টি আমরা সড়ক ও জনপদ বিভাগকে জানিয়েছি।

এ ব্যাপারে বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিন বলেন, ওইদিন জুমার নামাজ শেষের পথে আমি নামাজ পড়ার জন্য তাদের ক্যাশ টাকা দিতে চেয়েছিলাম। বলছিলাম প্রতিদিন তো কম্পিউটারের মাধ্যমে টাকা নেন। আজকে শুক্রবার মানুষ বেশি। ক্যাশে আপনারা টাকা নিলে যানজটটা একটু কমে আসবে। এতটুকুই ঘটনা। আর আমি কাউকে লাঞ্ছিত কিংবা মারধর করেনি।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top