সুরচক্র সঙ্গীত বিদ্যালয়ের আনন্দ ভ্রমণ রাঙামাটিতে সম্পন্ন

চাটগাঁ নিউজ ডেস্ক: সুরচক্র সঙ্গীত বিদ্যালয় কর্তৃক আয়োজিত “আনন্দ ভ্রমণ-২০২৫” রাঙামাটির পলওয়েল পার্কে এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত ১৯ ডিসেম্বর বিদ্যালয়ের উত্তর কাট্টলী শাখা (মূল ক্যাম্পাস) ও চট্টেশ্বরী শাখার ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং অতিথিগণ স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশগ্রহণ করেন। সকাল ৮টায় চট্টগ্রামের জিইসির মোড় থেকে দুইটি বাসযোগে আনন্দ ভ্রমণ শুরু হয়ে বেলা ১১টায় রাঙামাটির পলওয়েল পার্কে পৌঁছায়। যাত্রাপথে প্রশিক্ষক ও শিক্ষার্থীদের গীত-বাদ্যে বাসভ্রমণ হয়ে উঠে আনন্দঘন।

শিক্ষার্থীদের মধ্যে রায়হান, আর্য্য, পৃথা, দিবা, সূচনা, তনুশ্রী, সায়না, অভ্র, আনিস, অর্নব, অর্ঘ্য, সৌমিক, আকাশ, শ্রাবনী, তমাল, রুদ্র, পার্থ, ময়না, প্রেমা, নিটল ও রাশিসহ অনেকে অংশগ্রহণ করেন।

দুপুর ৩টায় একক ও দ্বৈত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনন্দ ভ্রমণের দ্বিতীয় পর্ব শুরু হয়। বিশেষ পরিবেশনায় প্রশিক্ষক অভিষেক ও তাসভীর দ্বৈত সঙ্গীত দর্শকদের মন মুগ্ধ করে।

এছাড়াও, কয়েকজন অভিভাবকও সঙ্গীত পরিবেশন করেন। শিল্পীদের অনুপ্রাণিত করতে কাহন বাজিয়ে সহযোগিতা করেন আবির ও অর্ঘ্য, এবং গিটার বাজিয়ে সহযোগিতা করেন যোসেফ ও সৌমেন।

বিকেল ৪:৩০টায় ছাত্রছাত্রী, অভিভাবক এবং প্রশিক্ষকদের জন্য পৃথক ক্রীড়া প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্র আয়োজন করা হয়। বিকেল ৫:৩০টায় ক্রীড়া প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্র-এর পুরষ্কার বিতরণের মাধ্যমে আনন্দ ভ্রমণ সমাপ্তি ঘোষণা করা হয় এবং বাসযোগে জিইসির মোড়ে ফিরে এসে অনুষ্ঠান শেষ হয়।

উক্ত আয়োজনে বক্তব্যকালে সুরচক্র সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক সব্যসাচী আচার্য্য তুষার বলেন, “আনন্দ ভ্রমণ শিক্ষার্থীদের মনে শেখার অনুপ্রেরণা যোগায়। এটি একটি পুনর্মিলনীও বটে। যান্ত্রিক জীবনে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করা যেখানে দুঃসাধ্য, সেখানে একটি আনন্দ ভ্রমণই সকলকে একত্রিত করতে পারে এবং মনের সমৃদ্ধি ঘটায়।”

বিদ্যালয় কমিটির সভাপতি অভিষেক দাশ সমাপনী বক্তব্যে বলেন, “এই আনন্দধারা ছড়িয়ে পড়ুক সকল সঙ্গীতপ্রেমীদের মাঝে। হানাহানি নিভে যাক, সংস্কৃতি চর্চায় পরিশুদ্ধ হোক সকল চেতনা।”

এই আনন্দ ভ্রমণ ছিল সুরচক্র সঙ্গীত বিদ্যালয়ের সকলের জন্য একটি স্মরণীয় দিন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top