সুপারি পাচারের সময় সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

চাটগাঁ নিউজ ডেস্ক: সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে সুপারি পাচারের সময় গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

নিহত যুবক বিশ্বম্ভরপুর উপজেলার গামাইতলা গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম সন্ধ্যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় গুলিবিদ্ধ হন। গুলিতে আহত সাইদুলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিকুর ইসলাম বলেন, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতদন্তের পর জানা যাবে কী ধরনের বুলেট শরীরে লেগেছে।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বিএসএফ গুলি করেছে, নাকি খাসিয়া গুলি করেছে তা এখন জানা যায়নি। বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top