চাটগাঁ নিউজ ডেস্ক: আগামী ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম আসবেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
কারণ চবির ৫ম সমাবর্তনে প্রধান উপদেষ্টাকে ‘ডক্টর অব লেটারস’ (ডি.লিট) প্রদান করা হবে। এছাড়া তিনি সমাবর্তন বক্তা হিসেবেও বক্তব্য দেবেন সাড়ে ২২ হাজার কনভোকিদের সামনে।
সমাবর্তনের আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রাম শহরে একটি সুধী সমাবেশ করবেন এমনটি শোনা গেলেও সেটি আর হচ্ছে না বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া নিজ গ্রামের বাড়ি যাওয়া এবং নিজের প্রতিষ্ঠিত তেভাগা খামারে যাওয়ার যে গুঞ্জন ছিল সেটিও নিশ্চিত করনেনি তিনি।
এছাড়া তিনি জানান, চট্টগ্রাম বন্দর দেশিয় উদ্যোক্তাদের দেয়া যাবে না কারণ তাদের অভিজ্ঞতা নেই। সেপ্টেম্বরের মধ্যে বন্দরের কার্যক্রম গতিশীল করতে পৃথিবীর টপ পোর্ট ব্যবস্থাপকদের দেয়া হবে বন্দর পরিচালনার দায়িত্ব।
শুক্রবার (২ মে) সিপ্লাস টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে চট্টগ্রামের সম-সাময়িক বিষয় নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যেখানে তিনি গণমাধ্যম, নির্বাচন এবং অন্তর্বতীকালীন সরকারের ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন।
বিস্তারিত সিপ্লাস টিভির ভিডিওতে………………………………
চাটগাঁ নিউজ/জেএইচ