সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু

উখিয়া প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হওয়ার ১৯ দিন পর মারা গেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নায়েক আকতার হোসেন।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আকতার হোসেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর আওতাধীন রেজু আমতলী বিওপিতে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম। তিনি জানান, ১৯ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে সিএমএইচে আকতার হোসেন মারা গেছেন। শনিবার হেলিকপ্টারযোগে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর দায়িত্ব পালনকালে মিয়ানমার সীমান্তের ৪১ নম্বর পিলারসংলগ্ন এলাকায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন আকতার হোসেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোঁড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন (১৩ অক্টোবর) রামু সিএমএইচ থেকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ/ইব্রাহিম

Scroll to Top