উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফ স্থলবন্দর লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় দুটি গুলি সরাসরি বন্দরে আঘাত করে।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
টেকনাফ স্থল বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার জসিম উদ্দিন জানান, একটি গুলি এসে মূল ভবনের কাঁচের গ্লাসে আঘাত করার ফলে গ্লাসটি ভেঙ্গে যায়, অপর গুলিটি বন্দরের অভ্যন্তরে থাকা একটি ট্রাকের সামনের গ্লাসে আঘাত করে। একটি গুলি বন্দরের মূল ভবনের হিসাব কক্ষের কাঁচের গ্লাসে আঘাত করে অপর গুলিটি একটি ট্রাকের সামনের গ্লাসে লাগে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী বলেন, মিনানমার থেকে ছোঁড়া বেশকিছু গুলি এসে পড়ে টেকনাফ স্থল বন্দরে, তবে কে কারা করেছে সেটি নিশ্চিত নয়, মিয়ানমারের বিদ্রোহীগোষ্ঠী বা সেদেশের বাহিনীর কারো গুলি হতে পারে বলে ধারণা করছি।
উল্লেখ্য, কয়েকবছর ধরে মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে গৃহযুদ্ধ চলে আসলেও সম্প্রতি মংডু টাউনশীপের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে বেশ কয়েক মাস ধরে।
চাটগাঁ নিউজ/ ইব্রাহিম/জেএইচ